এসে গেলো Android 10.0 ভার্সন। এমন ১০টি ফিচারস রয়েছে যা ব্যবহারকারীদের মুগ্ধ করবে

এসে গেলো Android 10.0 ভার্সন। এমন ১০টি ফিচারস রয়েছে যা ব্যবহারকারীদের মুগ্ধ করবে

আসুন জেনে নিই Android 10.0 এর ১০ টি ফিচারস সম্পর্কে ।

অ্যান্ড্রয়েড এর আগের অপারেটিং সিস্টেমগুলো নামকরণের ক্ষেত্রে দেখা যেত মিষ্টান্নের নাম। কিন্তু বর্তমানে গুগল এরকম ধ্যান-ধারনা থেকে বেরিয়ে এসে সরাসরি  অ্যান্ড্রেয়েড ১০ নাম দিয়েছে। এরইমধ্যে অ্যান্ড্রয়েড ১০ এর ডেভেলপার ও পাবলিক বেটা ভার্সন প্রকাশিত হয়েছে।

১. ডার্ক মোড:
বর্তমানে ব্যবহারকারীর প্রথম চাহিদা ডার্ক মোড । গতকয়েক মাসে গুগল তাদের বেশ কিছু অ্যাপ এ ডার্ক মোড যুক্ত করেছে। আর এরই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েড ১০ এ ও ব্যাবহারকারীরা পাবে ডার্ক মোড সুবিধা।

২. প্রাইভেসি:
গুগল বর্তমানে তাদের সকল অ্যাপে প্রাইভেসি নিরাপত্তা জোরদার করতে গুরুত্ব দিচ্ছে অ্যান্ড্রয়েড ১০ টি হবে আগের অ্যান্ড্রয়েড ভার্সন থেকে আরো নিরাপদ। এছাডা লোকেশন সেবাটি চালু বা বন্ধ করার সুবিধার পাশাপাশি কোনো অ্যাপে অনুমতি ছাড়া লোকেশন সেবাটি চালু হবে না, তা নিশ্চিত করবে।

৩. ফাস্ট শেয়ার:
অ্যান্ড্রয়েড ১০ সংস্করণে আসতে পারে দ্রুতগতির ফাইল শেয়ারিং অপশন। এতে আগের চেয়ে আরো দ্রুত ফাইল বা ডেটা শেয়ার করা যাবে।

৪.ব্যাটারি ইনডিকেটর:
বর্তমানে যে ব্যাটারি েইনডিকেটর ব্যবহৃত হয়েছে । সেটির সংস্করণ আসতে পারে অ্যান্ড্রয়েড ১০  এ । এতে ব্যাটারির চার্জ শতাংশ দেখানোর পাশাপাশি সময় হিসাব করে দেখানো হবে। ব্যাটারির চার্জ নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলেই বার্তা দেখানো হবে।

৫. ভিন্ন কালার খিম:
অ্যান্ড্রয়ের ১০ এর  বিটা সংস্করণের ডেভেলপার অপশনে যুক্ত হয়েছে বিভিন্ন কালারের থীম। আশা করা যায় চুড়ান্ত সংস্করণে হয়তো কিছু বিভিন্ন কালারের থীম যুক্ত করবে গুগল।

৬. পাসওয়ার্ড টাইপ ছাড়া ওয়াই-ফাই:
অ্যান্ড্রয়েড ১০ এ  ওয়াই- ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার প্রক্রিয়াটি আরো সহজ করতে পাসওয়ার্ড টাইপ  ছাড়া অর্থ্যাৎ কিউআর কোড স্কেনিং এর মাধ্যমে ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবে।

৭. উন্নত ক্যামেরা:
থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করে উন্নত ছবি তোলার সুযোগ থাকছে অ্যান্ড্রয়েড ১০ এ। বিষয়বস্তু থেকে দুরত্বের মতো নানা তথ্য পাবেন ব্যবহারকারীরা সেই সঙ্গে ছবির মানও ভালো হবে।

৮. অধিক অডিও-ভিডিও ফরম্যাট সমর্থন:
আগের অ্যান্ড্রয়েড সংস্করনের চেয়ে অধিক অডিও-ভিডিও কোডেক সমর্থন করবে অ্যান্ড্রয়েড ১০ সংস্করণে। এতে ব্যবহারকারীরা আরো বিভিন্ন ধরনের অডিও-ভিডিও শুনতে পারবেন।

৯. নতুন অ্যাপ  অ্যালার্ট:
এখন চাইলে ব্যবহারকারীরা তাদের সুবিধা মতো অ্যাপ নোটিফিকেশন বন্ধ বা সাইলেন্ট মোড করে রাখতে পারবেন।

১০. ডেস্কটপ ও ল্যাপটপে সংযোগ ও ভাঁজ করা ফোন সমর্থন:
অ্যান্ড্রয়েড ১০ এর একটি বিশেষ ফিচারস হবে এই ডেস্কটপ ও ল্যাপটপে সংযোগ। এখন চাইলে খুব সহজে ডেস্কটপ ও ল্যাপটপের সাথে যুক্ত করা যাবে অ্যান্ড্রয়েড ফোনটি। অ্যান্ড্রয়েড ১০ এ ভাঁজ করা স্ক্রিনের জন্য বেশি ইউজার ইন্টারফেস থাকবে।

আমাদের পোস্টটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানান।
এরকম আরো তথ্যবহুল পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *